খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

কেডিএ’র ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ’র ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা এবং মধ্যাহ্নভোজ।

রবিবার (২২ জানুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম (এএফডব্লিউসি, পিএসসি)। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর শিববাড়ি কেডিএ ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরীর তেতুল তলা মোড় ঘুরে কেডিএ ভবনের সামনে এসে শেষ হয়।

দুপুরে কেক কাটার পর আমন্ত্রিত অতিথিদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু, এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন প্রমুখ।

৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেডিএ’র চেয়ারম্যান তার স্বাগত বক্তৃতায় বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের একটি অন্যতম মূল দায়িত্ব পরিকল্পিত নগরায়ন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের মাস্টারপ্লান এবং ডিটেইল এরিয়া প্ল্যান প্রণয়ন পূর্বক উন্নয়নমূলক অনেক প্রকল্প সফলতার সাথে বাস্তবায়ন করেছে। বর্তমানে কেডিএ তার অনুমোদিত জনবলের আনুমানিক ৪০ শতাংশ জনবল নিয়ে নিরলসভাবে এই দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি বলেন, অচিরেই আমাদের জনবল সংকট কেটে যাবে এবং আমরা আমাদের সেবার মান আরো বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম হবো। এসময় তিনি খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র খুলনা অঞ্চলের সংসদ সদস্য গণকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে কেডিএ ‘কে সহায়তা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলিতেও তাদের পরামর্শ কামনা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!