খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

কেটিআরইউ : বাবুল সভাপতি, অভিজিৎ সাধারণ সম্পাদক ও ডালিম কোষাধ্যক্ষ

গেজেট ডেস্ক

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ) এর বার্ষিক নির্বাচনে পদে এশিয়ান টিভির ব্যুরো প্রধান বাবুল আকতার সভাপতি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক অভিজিৎ পাল সাধারণ সম্পাদক ও বাংলা টিভির খুলনা ব্যুরো প্রধান তরিকুল ইসলাম ডালিম কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান উৎসব টেলিভিশন এর ব্যুরো প্রধান সুনীল দাস নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে নির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি বাংলাদেশ টেলিভিশনের শিল্পাঞ্চল প্রতিনিধি মিজানুল ইসলাম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনন্দ টিভির খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন ও নির্বাহী সদস্য এটিএন বাংলার খুলনা ব্যুরো প্রধান এস. এম. হাবিব, মোহনা টিভির খুলনা ব্যুরো প্রধান মুন্সি মাহবুব আলম সোহাগ, ডিবিসি টিভির খুলনা ব্যুরো প্রধান মো: আমিরুল ইসলাম ও বৈশাখী টিভির খুলনা ব্যুওে াপ্রধান শেখ হেদায়েতুল্লাহ।

নির্বাচনের ফলাফলের ঘোষণার পর বক্তব্য রাখেন কেটিআরইউ”র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক সুরক্ষা মঞ্চের আহবায়ক এস এম হাবিব, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ, কেটিআরইউ”র আহবায়ক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মেজাম্মেল হক হাওলাদার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি সাঈদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, দৈনিক ইত্তেফাক এর ব্যুরো প্রধান এনামুল হক, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক নেয়ামুল হাসান কচি, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন সহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিক বৃন্দ।

গত ২৮জুন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ)’র ০৯টি পদে র্নিবাচনের জন্য তফসিল ঘোষনা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী কেটিআরইউ’র র্নিবাচনের খসড়া ভোটার তালিকা ০৩জুলাই প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহন, শুনানী ও নিষ্পত্তি শেষে ০৪জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ০৪জুলাই সন্ধ্যায় নির্বাহী কমিটির নয় পদে মনোনয়নপত্র বিলি করে নির্বাচন কমিশন। ০৫জুলাই মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচনে নির্বাহি কমিটির নয় পদের প্রত্যেকটিতে একক প্রার্থী থাকায় শনিবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান উৎসব টেলিভিশন এর ব্যুরো প্রধান ও নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রত্যেককে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম মহাসচিব হেদায়েত হেসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!