খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প
  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  বিশিষ্ট ব্যবসায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন 

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ বোতল ফেন্সিডিল, ৬৭৫ গ্রাম গাঁজা এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানিয়েছেন, আটককৃতরা হলেন সাতক্ষীরা আশাশুনির শেখ আকবর হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৪), বাগেরহাট মোড়েলগঞ্জের মৃত: আঃ হাকিম শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), নগরীর সোনাডাঙ্গা থানার পৈ পাড়া এলকার মৃত: মোফাজ্জেল হোসেনের ছেলে তারিকুল হাসান (৪৮), দিঘলিয়ার দেয়াড়া পশ্চিমপাড়া এলাকার মৃত: দুলাল হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদার (১৯), পটুয়াখালীর দুমকি এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জাহিদুল ইসলাম সোহান (২২), নগরীর গল্লামারী এলাকার মৃত: বারেক হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার (৩০) এবং দৌলতপুর দেয়ানা পাখির মোড়ের মোঃ হানিফ হাওলাদারের ছেলে মোঃ হাবিব হাওলাদার (৩২)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!