খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবাগত পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টায় কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ কমিশনারকে কেএমপিতে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ ও সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু।
কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার বলেন, নগরীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নাশকতা এবং যেকোনো ফৌজদারি অপরাধ প্রতিহত করতে পুলিশ সদা প্রস্তুত। কারণ আমি বিশ্বাস করি, ‘Prevention is better than cure’ । এছাড়াও পুলিশ কমিশনার সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) এ জেড এম তৈমুর রহমান, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, সদস্য এস এম নূর হাসান জনি, রকিবুল ইসলাম মতি, আওয়াল শেখ, আনিসুর রহমান কবির, মামুন হাওলাদারসহ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ।
খুলনা গেজেট/কেডি