খুুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১৬ জন পুলিশ সদস্যের সন্তান ২০২০ সালের এসএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ পাওয়ায় তাদেরকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কেএমপি’র হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এঁর পক্ষে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে তাদেরকে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট থেকে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান করা হয়।
মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও কৃতি ছাত্র-ছাত্রীরা।
খুলনা গেজেট/ টি আই