খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনে ট্রেজারারের অফিস কক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) কম্পিউটার প্রযুক্তি ও সফটওয়্যার নির্মাতা যুক্তরাষ্ট্রভিত্তিক সিনভিউ, এলএলসি নামক প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং সিনভিউ, এলএলসি’র সৈয়দ বখতিয়ার আলী স্ব স্ব পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এসময় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, সিনভিউ এর মোঃ সাইফুজ্জামান এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশে কৃষি বিষয়ক চতুর্থ প্রজন্মের শিল্প সহায়ক ডাটা ট্রান্সফর্মেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কৃষি যন্ত্রপাতি নির্মাণের ক্ষেত্রে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাথে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি কাজ করবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের গবেষণা সম্ভাবনার নতুন নতুন দিক উন্মোচিত হবে বলে আশা করা হয়। ট্রেজারার সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আশা করেন কৃষিতে নতুন উদ্ভাবনা এবং গবেষণা প্রযুক্তি সম্প্রসারণে এই সফটওয়্যার ভিত্তিক কার্যক্রম সবিশেষ ভূমিকা রাখবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন আরও সমৃদ্ধ হবে।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এনএম