২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। কৃষি আইন বাতিল না করলে ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রজাতন্ত্র দিবসে কৃষক- ক্ষেতমজুররা ‘কিষাণ প্যারেড’ করবে বলে রীতিমতো হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ঐদিন তারা ট্রাক্টর সহযোগে এই কিষাণ প্যারেড করবে বলে সারা ভারত কিষাণ সংগ্রাম মোর্চা জানিয়েছে। অন্যতম সংগঠক ও কৃষক নেতা দর্শন পাল সিং বলেন, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ হওয়ার পর ট্রাক্টর নিয়ে কৃষক- ক্ষেতমজুররা কিষাণ প্যারেড করবেন । ঐদিন প্রধান অতিথি থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
এদিকে কৃষক- ক্ষেতমজুর আন্দোলন ৩৯ দিনে পড়ল। চৌঠা জানুয়ারি সোমবার সরকার পক্ষের সঙ্গে একটা বৈঠক হবে। কিন্তু সেখানে সমস্যার সমাধান হবে না বলে আন্দোলনকারীরা মনে করছেন।
কৃষি আইন বাতিল না হলে প্রজাতন্ত্র দিবসে কিষাণ প্যারেডের হুশিয়ারি
