খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

কৃষি আইনের বিরুদ্ধে ডাকা ‘ভারত বনধ্’ সফল, দাবি কৃষক সংগঠনগুলির

কলকাতা প্রতিনিধি

৫ শতাধিক কৃষক সংগঠনের ডাকা ‘ভারত বনধ্’ সার্বিকভাবে সফল হয়েছে বলে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মঞ্চের দাবি। কিষাণ মঞ্চের জাতীয় সম্পাদক অভীক সাহা বলেন, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্হান, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার কার্যত অচল হয়ে গেছে। এই বন্ধ কার্যত ‘সাধারণ ধর্মঘটে’ পরিণত। এই বনধকে সমর্থন করেছে ১৯টি জাতীয় দল, সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, ছাত্র, যুব, মহিলা, খেতমজুর, সরকারি কর্মচারী ফেডারেশনসমূহ।

এদিকে এই বনধ পশ্চিমবঙ্গেও সাড়া ফেলেছে। বনধের সমর্থনে কলকাতা সহ রাজ্যের ২৩ টি জেলায় মিছিল বেরিয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের চা-বাগানের ও চা শিল্পাঞ্চল, আসানসোল-দূর্গাপুর, হাওড়া, হুগলি ও ব্যারাকপুর শিল্পাঞ্চল কার্যত অচল হয়ে যায়। জেলা স্তরে পরিবহণ চলেনি। কলকাতায় সামান্য কিছু বেসরকারি বাস চললেও যাত্রী ছিল খুব নগন্য। কলকাতায় বনধের সমর্থনে মৌলালি, এন্টালি, যাদবপুর , শ্যামবাজার মোড়, হাজরা মোড়, ধর্মতলা প্রভৃতি জায়গায় মিছিল হয়েছে। কলকাতার নিকটেই বানতলা বন্ধ ছিল। নিউমার্কেট এলাকা শুনশান ছিল।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!