কৃষি আইন বাতিল ও ভারতে চলমান কৃষক- ক্ষেতমজুর আন্দোলনকে সংহতি কলকাতার রাজপথ কাঁপালো মেয়েরা। বুধবার শরৎ বসু রোডে মশাল মিছিল করে মেয়েরা। পরে ভবানীপুর শিখ গুরুদুয়ারের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে দিল্লিতে কৃষক মিছিলের উপর পুলিসি নির্যাতনের বিরুদ্ধে বুধবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ অবস্থান করেন মেয়েরা। হিন্দু-মুসলিম-খ্রিস্টান-শিখ-বৌদ্ধ সহ সব সম্প্রদায়ের মেয়েরা এই বিক্ষোভ অবস্থানে সামিল হন।
বিক্ষোভ অবস্থানে যে দাবিগুলি তোলা হয় সেগুলি হল অবিলম্বে জনবিরোধী কৃষি আইন বাতিল করতে হবে, কর্মক্ষেত্রে মেয়েদের শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে, শ্রমজীবী মহিলাদের সব ধরনের সামাজিক সুযোগ-সুবিধা দিতে হবে, দিল্লিতে পুলিসের গুলি চালনার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সাজা দিতে অভিযুক্তদের।
আন্দোলনের অন্যতম সংগঠক নৌসিন খান বলেন, কৃষক ও ক্ষেতমজুর আমাদের দেশের অন্নদাতা। তাই কলকাতার সব সম্প্রদায়ের মেয়েরা কলকাতার বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছে। আমাদের এই আন্দোলন চলবে।আমাদের দেশের কৃষকরা বিপদে। তাই আমরা মেয়েরা ঘরে বসে থাকতে পারি না।
খুলনা গেজেট/এনএম