খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কৃষক-ক্ষেতমজুর আন্দোলনে উত্তাল দিল্লিসহ সারা ভারত

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

কৃষক-ক্ষেতমজুর আন্দোলন ও বিদ্রোহে উত্তাল দিল্লি সহ সারা ভারত। খোদ রাজধানী দিল্লিতে মিছিল করে পাঁচ লাখ কৃষক – ক্ষেতমজুর তাদের দাবি দাওয়া আদায়ের লক্ষে পৌঁছে গেছেন ও তারা তাদের দাবিতে অবিচল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের শর্তাধীন আলোচনা কৃষকরা কার্যত নাকচ করে দিয়েছেন।

সর্বনাশা কৃষি বিল বাতিল, কৃষকের ফসলের লাভজনক দাম প্রদান, ক্ষেতমজুরদের দৈনিক মজুরি ছয়শো টাকা করার দাবিতে এই মিছিল ও আন্দোলন আজ সারাদেশ ব্যাপী চলছে। ভারতের ২৫৪ টি কৃষক-ক্ষেতমজুর সংগঠনের মিলিত রূপ কৃষক সংগ্রাম কমিটি এই লাগাতর মিছিল সংগঠিত করে তারা দিল্লি অভিযান করেছেন। দিল্লির রাম লীলা পার্ক, সংসদ ভবন, ইণ্ডিয়া গেট , পুরানো দিল্লি ও নতুন দিল্লিতে পৌছে গেছেন পাঁচ লক্ষাধিক কৃষক-ক্ষেতমজুর । বিজেপি সরকারের কার্যত মাথায় হাত।

পুলিশের সমস্ত ব্যারিকেড ভেঙে মহারাষ্ট্র-পাঞ্জাব- হরিয়ানা-উত্তর প্রদেশ-বিহার -মধ্য প্রদেশ-ওড়িশা-পশ্চিমবঙ্গ থেকে লাখ লাখ কৃষক এখন দিল্লি ও দিল্লি অভিযানে। সারা ভারত কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক হান্নান মোল্লা ও সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক অতুল আনজানে সাংবাদিকদের বলেন, বিজেপি সরকারের কৃষক মারা নীতির বিরুদ্ধে দেশের লাখ লাখ কৃষক-ক্ষেতমজুর লাগাতর আন্দোলনের জন্য দিল্লি পৌঁছেছেন। তারা কোনো ভাবেই দমবেন না হাজারো দমন নীতি চালু করলেও। স্বাধীনতার পর এটা সবচেয়ে বড় কৃষক-ক্ষেতমজুর বিদ্রোহ। এখানে থামার কোনো প্রশ্নই নেই।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!