দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক- ক্ষেতমজুরদের আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে সারা ভারতেই। এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে মহিলাদের মধ্যেও। কলকাতার শরৎ বসু রোডে কলকাতার মহিলারা এবার অনশনে বসে পড়ছেন। নেতাজী সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাড়ির কাছেই শরৎ বসু রোডে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন মহিলারা।
এদিকে আজই কলকাতার ধর্মতলায় লাগাতার অবস্থানকে সংহতি জানাবে বিভিন্ন মহিলা সংগঠন। এদিন ধর্মতলায় কিষাণ মহিলার ধর্ণা অবস্থানে সামিল হবেন।
কলকাতার শরৎ বসু রোডে মহিলাদের যে লাগাতার অনশন চলছে সেখানকার নেত্রী নৌসিন খান সাংবাদিকদের বলেন, ভারতের কৃষক আন্দোলন কৃষকদের স্বার্থের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি সবার জন্যই । তাই এই আন্দোলনকে আমরা মহিলারা কখনোই উপেক্ষা করতে পারি না। আর সেই চিন্তাধারা কলকাতার মহিলারা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা অনশনে। এই অনশন লাগাতার চলবে।
খুলনা গেজেট/কেএম