খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

কুয়ে‌টের হল খুলছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

দেড় বছরের বেশী সময় বন্ধ থাকার পর শুক্রবার (২২ অক্টোবর) খুলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ, ক্লাস রুম, ল্যাব ধোয়ামোছার কাজ শেষ হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং আগামী ০৫ নভেম্বর শুক্রবার অন্যান্য শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। ৩য় ও ৪র্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর সোমবার এবং ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ০৭ নভেম্বর রবিবার। কোভিড-২০১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীগণ টিকা কার্ড প্রদর্শণপূর্বক হলে প্রবেশ করতে পারবে।

এ বিষয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ২২ অক্টোবর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। কুয়েট ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হবে বলে আশা প্রকাশ করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!