খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদে ডিন নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদে বর্ষের পূর্বনির্ধারিত ভূ-কারিগরি প্রকৌশল বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

শিক্ষার্থীরা বলেছেন, অনিয়মের মাধ্যমে ডিন নিয়োগ দিয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিপাকে ফেলেছেন। শিক্ষকরা আকষ্মিক পরীক্ষা স্থগিত করায় তারা বিড়ম্বনার শিকার হয়েছেন।

এর আগে ডিন নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বিভাগটির চতুর্থ বর্ষের পূর্বনির্ধারিত ভূ-কারিগরি প্রকৌশল বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগে বিভাগের শিক্ষকদের জরুরি সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেন। সেই সঙ্গে ওই নিয়োগ আদেশ সংশোধনের আবেদন জানান বিভাগের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২৩, এর ২৩ (৫) ধারা ভঙ্গ করে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গত ১৭ ডিসেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ভঙ্গ করে জ্যেষ্ঠতা উপেক্ষা করে ডিন নিয়োগের ব্যাপারে উপস্থিত সব শিক্ষক নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত সব শিক্ষক সংশ্লিষ্ট অবৈধ নিয়োগটি ২৪ ডিসেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে সংশোধনের ব্যাপারে দাবি জানান। ওই সময় পর্যন্ত ডিনের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রমে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ অংশগ্রহণ করবে না বলেও উপস্থিত সব শিক্ষক সিদ্ধান্ত নেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. আবু জাকির মোর্শেদ সাংবাদিকদের বলেন, শনিবার সকালে চতুর্থ বর্ষের একটি পরীক্ষা ছিল। নিয়ম অনুয়ায়ী, কোনো অনুষদের ডিন তার অধীন থাকা বিভাগগুলোর পরীক্ষায় প্রধান প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। শিক্ষকেরা অবৈধ প্রধান প্রত্যবেক্ষকের অধীন পরীক্ষা নিতে সম্মত হননি। জরুরি সভা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে আরো একটি পরীক্ষা ছিল। পরীক্ষার আগ পর্যন্ত আমরা ভিসির সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম, কিন্তু এ ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে আমরা ওই পরীক্ষাও গ্রহণ করিনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!