খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র এর নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেছেন, আমাদের লক্ষ্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধশালী, গবেষণাধর্মী ও উদ্ভাবনী বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। আমাদের লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়কে World Ranking এ একটি উচ্চ অবস্থানে নিয়ে আসা। এ লক্ষ্যে করণীয় নির্ধারণ এবং সে অনুযায়ী কাজ করার পরিকল্পনা করবো। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্মিলিতভাবে কাজ করা সহ দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে গবেষণা সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এজন্য প্রয়োজন আরো আধুনিক অবকাঠামো, দক্ষ জনবল ও বিশ্বমানের গবেষণাগার।
তিনি জানান, শিক্ষা ও গবেষণার এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য সরকার ৮ শত ৩৮ কোটি ৩৬ লক্ষ ৯৮ হাজার টাকার একটি প্রকল্প ইতিপূর্বে অনুমোদন দেয়। প্রকল্পের মেয়াদ এ বছর ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমুখী পরিকল্পনা সচল রাখতে হলে অর্গানোগ্রাম অপরিহার্য। আমি দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে এক সভার মাধ্যমে প্রস্তাবিত অর্গানোগ্রাম এর বিভিন্ন অংশ সংশোধনের নির্দেশনা পান এবং সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করি অচিরেই আমরা আগামী দশ বছরের জন্য একটি অর্গানোগ্রাম পেয়ে যাবো। ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার সোমবার ১৯ ডিসেম্বর বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে লিখিত বক্তব্যে এসব কথা বলেন। গত ৪ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে যোগদানের পর এটাই ছিল সাংবাদিকদের সাথে তার প্রথম সভা। মতবিনিময়কালে তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের সমপর্যায়ের প্রমাণের জন্য এক্রিডিউটেশন করার কাজ চলমান রয়েছে। পূর্বে আমরা দুইটি বিভাগের স্বীকৃতি পেয়েছি, ইতিমধ্যে আরও একটি বিভাগের স্বীকৃতি পাওয়ার চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে এবং আরো দুটি বিভাগের প্রমাণক দলিলপত্র অবিলম্বে জমা হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চলমান প্রজেক্টের আওতায় যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছে তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অচিরেই আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের র্যাংকিংও বেড়ে যাবে।
সাংবাদিকদের সংগে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া প্রথম প্রো- ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্টনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহাজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।
খুলনা গেজেট/ বিএমএস