খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

কুষ্টিয়ায় একদিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৩

গেজেট ডেস্ক

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে জেলায় করোনা এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিন জন এবং একজন উপসর্গে মারা গেছেন।

মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানানা, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৩ জনের করোনা ধরা পড়ে। আজ পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ১৬ শতাংশে। এছাড়াও আরও চারজন মারা গেছেন। তারা সবাই জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরও ১৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও বর্তমানে হাসপাতালে ১৯২ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ২ হাজার ২১৮ জন।

প্রসঙ্গত, কুষ্টিয়ায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৬৮২ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!