খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

কুষ্টিয়ায় আরও ৯ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাতজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। রোববার (০১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (০২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২২৬ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭৯ জন এবং ৪৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৬ জনে। নতুন ১ হাজার ১২৫ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৬ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪২ দশমিক ৬৬ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১ হাজার ১২৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১৭৬ জন, দৌলতপুরের ৪২ জন, কুমারখালীর ১৪০ জন, ভেড়ামারার ২৫ জন, মিরপুরের ৬৬ জন এবং খোকসা উপজেলার ৩১ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৮৭ হাজার ৮৩২ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮২ হাজার ৪৯৬ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩৩৬ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬০ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৬৩ জন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!