কুষ্টিয়ায় তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগে উঠেছে। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতারা।
বুধবার (৬ নভেম্বর) কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এ কর্মসূচি পালন করা হয়। সেখানে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। পরে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ করেন তারা। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পদবঞ্চিত বিএনপি নেতারা বলেন, কুষ্টিয়া জেলার তৃণমূলের ত্যাগী, নির্যাতিত, পরীক্ষিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে জেলা বিএনপির মনগড়া পকেট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই পকেট কমিটি বিএনপির ত্যাগী নেতারা প্রত্যাখ্যান করেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত একতরফা আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আরও বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ জেলার ত্যাগী, নির্যাতিত, পরীক্ষিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে যোগ্যদের নিয়ে কমিটি গঠন করার দাবি জানান নেতারা।
এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চুসহ নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
তবে পদবঞ্চিতদের অভিযোগ অস্বীকার করে নবগঠিত জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জেলার যে সব নেতার কেন্দ্রীয় কমিটিতে পদ-পদবী রয়েছে তাদেরকে কেন্দ্র থেকে জেলা কমিটিতে রাখেনি। এছাড়াও ৩১ সদস্য বিশিষ্ট জেলার আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় নেতারা নির্বাচিত করেছেন। সেখানে জেলা পর্যায়ের নেতাদের কোনো কিছু করার ছিল না।
প্রসঙ্গত, গত সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর জেলা বিএনপির কমিটি বাতিল করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে সভাপতি ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/এএজে