কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতের মধ্যে ভারতীয় ১২জন।
প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।
এক পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় মিডিয়াকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টায় অগ্নিকাণ্ডের খবর পায় কর্তৃপক্ষ। আর যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে গৃহকর্মীরা থাকতেন। ঘটনার সময় ভবনে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। তাদের মধ্যে কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় অনেকের মৃত্যু হয়েছে’।
পরে দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় তিনি ঘটনার জন্য এস্টেট মালিকদের ‘লোভকে’ দায়ী করেছেন।