খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রথম বার ১৭টি পদে সর্বোচ্চ সংখ্যক ৩৬ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনে শেখ এরশাদ আলী সভাপতি, মোঃ হাসিব সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় যা চলে বিরতিহীনভাবে বিকাল ৩ টা পর্যন্ত। নির্বাচনে সমিতির মোট ৪১৭ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি মোঃ শাহরিয়ার খান ও মোঃ আসাদুজ্জামান মোড়ল, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট কাজী, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, ক্রীড়া, সহিত্য ও সংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান (টেকনিশিয়ান), প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ শরীফুজ্জামান সুজন, সহ-প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলামিন ফকির (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক এস এম নুরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক রুমা খাতুন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়)।
নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেনঃ বেগ ফয়জুল্লাহ শিবলী, মিঠুন কুমার দাস, মোঃ জামাল হোসেন(নিরাপত্তা), মোঃ মাসুম মিজি ও মোঃ হাবিবুর রহমান । প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন কুয়েটের সহকারি কম্পট্রোলার ফিন্যান্স(চলতি দায়িত্ব) এফ এম সাইফুল্লাহ।
খুলনা গেজেট/লিপু