খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুয়েটে ভর্তি পরীক্ষা কাল, হোটেলে জায়গা নেই

একরামুল হোসেন লিপু

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। কুয়েটসহ ১১ টি কেন্দ্রে ৪৪৭ টি কক্ষে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ১ হাজার ৬৫ আসনের বিপরীতে লড়বে ২৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়তে হবে ২৩ জন শিক্ষার্থীকে।

এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খুলনায় এসেছে প্রায় ৫০ হাজার মানুষ। নগরীর আবাসিক হোটেল-মোটেল সব আগে থেকে বুক হয়ে আছে। কোথাও থাকার জায়গা নেই। যারা আগে থেকে হোটেল বুকিং দিয়েছেন তারা কিছুটা স্বস্তিতে থাকলেও বিপাকে পড়েছেন অনেকেই।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, তিনটি অনুষদের ১৬ টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৬৫ টি। এ বছর মোট ২৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় কুয়েট কেন্দ্রের বাইরে খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনার আরো ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সাত হাজার ১৪৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চার হাজার ৯৪০ জন, খুলনা রেভারেন্ড পলস হাইস্কুল কেন্দ্রে ৮৮৬ জন, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ৮৭৩ জন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০০ জন, খালিশপুর সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০০ জন, খুলনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দুই হাজার জন, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৩০০ জন, খুলনা সরকারি পাইওনিয়ারিং মহিলা কলেজ কেন্দ্রে ৯০০ জন, খুলনা সরকারি এম এম সিটি কলেজ কেন্দ্রে ৮৫২ জন, সুন্দরবন সরকারি আদর্শ কলেজ কেন্দ্রে ৬৩২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ভর্তি পরীক্ষার দিনে নির্বিঘ্নে চলাচল ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদন এবং সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য বুধবার (৮ জানুয়ারি) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভকক্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, ১১টি পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ, বিশ্ববিদ্যালয়ের তথ্য ও অনুসন্ধান /নিরাপত্তা / যানবাহন/ যোগাযোগ /ভর্তি ব্যবস্থাপনা ও সমন্বয় উপ কমিটির সভাপতি, সদস্য সচিব, কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশেষ পুলিশ সুপার নগর শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক, দৌলতপুর, খানজাহান আলী, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ, ট্রাক মালিক সমিতি ও মেসার্স রেলিগেট সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ মাছুদ। এর আগে গত ৭ জানুয়ারি ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর খুলনায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এদিকে প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের রোল নম্বর এবং কক্ষ সনাক্তকরণে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন যাতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কোন অসুবিধা না হয়।

এছাড়াও শিক্ষার্থীরা কুয়েট সড়কে জেলাভিত্তিক একাধিক টেন্ট তৈরী করে স্ব স্ব জেলা থেকে আগত শিক্ষার্থীর অভিভাবকদের বসার এবং পানীয় জলের ব্যবস্থার আয়োজন করে রেখেছেন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং পার্শ্ববর্তী এলাকার সমূহে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা কুয়েটের বিভিন্ন আবাসিক হল ও আশেপাশের ভাড়া বাসায় অবস্থান নিয়েছে। অধিকাংশের সাথে এসেছেন তাদের অভিভাবকরাও।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!