খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘র নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোঃ হযরত আলী আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের বৈঠক করবেন। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানা গেছে। সভায় উপস্থিত থাকবেন সকল বিভাগের ডিন, ছাত্র কল্যাণ পরিচালক ও রেজিস্টার।
গত ৩ মে দায়িত্বভার গ্রহণের পর কুয়েটের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোঃ হযরত আলীর সামনে বড় চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা। এ লক্ষ্যে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ৩ মে সকালে দায়িত্বভার গ্রহণের পরক্ষণেই তিনি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, পরিচালক, হল প্রভোষ্ট, প্রশাসনিক সকল দপ্তর প্রধানদের সাথে প্রশাসনিক ভবনের সভাকক্ষে সমন্বয় সভা করেন। পরের দিন রবিবার (৪ মে) তিনি শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন, শনিবার (৩ মে) আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় নতুন দায়িত্ব নিয়েছেন। সেই হিসেবে উনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টিক হোল্ডারদের সঙ্গে কথা বলছেন। সেই সূত্র ধরে আমাদের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সাথে বসেছেন। উনি উনার অবস্থান বলেছেন। যে পদক্ষেপ উনি নিতে পারবেন, নিতে চাচ্ছেন, সেই মেসেজটা উনি আমাদের দিয়েছেন। আমরা শিক্ষক সমিতি সোমবার বেলা ১১ টায় সভা আহবান করবো। সেখানে শিক্ষকবৃন্দ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিব।
সিন্ডিকেট সভার সিদ্ধান্তনুযায়ী ৪ মে শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়া সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, গত ঘটনাগুলোর প্রেক্ষাপটে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িত সবার বিচার দাবিতে শিক্ষকবৃন্দের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। সেটা চলমান আছে। এবং এটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফেরার অন্যতম একটা প্রক্রিয়া, যেটা নিয়ে ভাইস চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে কথা হয়েছে অত্যন্ত আন্তরিক পরিবেশে। এখন যেহেতু এটা সমিতির বিষয় শিক্ষকবৃন্দ সোমবার সভা করবে। সেখান থেকে যে মেসেজ আছে সেটা পরবর্তীতে জানতে পারবেন”।
খুলনা গেজেট/লিপু/এইচ