খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

কুমিল্লায় বিএনপির সমাবেশের সময় ধর্মঘট ডাক‌ছে না পরিবহন নেতারা

গেজেট ডেস্ক

দেশের বিভাগগুলোতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বাস ধর্মঘট আগে পরিবহন ধর্মঘট আহ্বান করা হলেও কুমিল্লায় সমাবেশের আগে ধর্মঘট আহ্বান করা হচ্ছে না। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সমকালকে এ কথা জানান কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ। তিনি বলেন, ‘তারা (বিএনপি) এজওয়েল সমাবেশ করুক, আমরা ধর্মঘটে যাচ্ছি না।’

আগামী শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। সমাবেশে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ বেশকিছু দাবিতে দেশের বিভাগগুলোতে গণসমাবেশ করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুর ও কুমিল্লায়ও গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

পরিবহন ধর্মঘটের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, ‘এ পর্যন্ত যেখানেই সরকার সমর্থক পরিবহন নেতারা ধর্মঘট দিয়েছেন সেখানেই সমাবেশে লোক সমাগম আরও বেশি হয়েছে। কুমিল্লায়ও এর ব্যতিক্রম হবে না।’

বিএনপি নেতা মোস্তাক মিয়া বলেন, ‘কুমিল্লার উপর দিয়ে মহাসড়ক, রেলপথ গেছে। ধর্মঘট দিলে আমাদের সমাবেশ সফল হলেও মানুষের দুর্ভোগ বাড়তো। তাই তাদের (পরিবহন নেতা) শুভ বুদ্ধি উদয় হয়েছে, এজন্য তাদের ধন্যবাদ।’

এদিকে আসন্ন গণসমাবেশ উপলক্ষে আজ বুধবার সকাল থেকে ৭২ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থ মঞ্চ তৈরির কাজ শুরু করেছে ঢাকা থেকে আসা ডেকোরেটর কর্মীরা। বিএনপির মঞ্চ তৈরিতে নিয়োজিত নিপা ডেকোরেটরের কর্মী ফারুক হোসেন বলেন, ‘শুক্রবারের মধ্যে কাজ শেষ হবে। অন্তত দুই শতাধিক নেতাকর্মীর স্থান রাখার উপযোগী করে এ মঞ্চ তৈরি করা হচ্ছে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!