খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা
  ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

গেজেট ডেস্ক

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত চারজন। তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম জানাতে পারেননি তিনি।

ওসি জাহাঙ্গীর বলেন, সকাল পৌনে ৮টার দিকে শহীদনগর এলাকার এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে ঢাকামুখী সড়কে পেছন থেকে এটি ট্রাক একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের দাউদকান্দি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!