সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার ও উস্কানিমূলক পোস্ট ছড়ায় একটি ফেসবুক পেজের অ্যাডমিন আশিষ মল্লিক (৩০)।
তাকে গ্রেপ্তারের পর র্যাব বলছে, পার্শ্ববর্তী দেশে ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ঘটনার ভিডিও আপলোড করে জনমনে ভয়-ভীতি তৈরিসহ উস্কানি প্রদান করা হচ্ছিল। অভিযুক্ত আশিষ মল্লিক প্রতিটি পোস্ট হ্যাশট্যাগ করে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশিষ সাইবার অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়, সে ঢাকা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিল।
আব্দুল্লাহ আল মোমেন বলেন, গত ১৬ অক্টোবর একটি ফেসবুক পেজ খুলে ওই পেজে ও তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিলেন আশিষ। তিনি নিজে ওই পেজের অ্যাডমিন ও তার সমমনা আরও কয়েকজন ব্যক্তিকে অ্যাডমিন হিসেবে নিযুক্ত করেন। দ্রুতই পেজের সদস্য ও ফলোয়ার কয়েক হাজার ছাড়িয়ে যায়। এই ফেসবুক পেজ থেকে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার ও উস্কানিমূলক পোস্ট প্রদান করা হচ্ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সহিংসতা বিস্তার করার অপতৎপরতা চলছিল।
আশিষ মল্লিক ফেসবুক পেজ থেকে যে ধরনের উস্কানিমূলক ও মিথ্যা পোস্ট প্রচার করতেন তার নমুনা সরবরাহ করেছে র্যাব।
১. পার্বত্য জেলার একজন স্থানীয় সরকার প্রতিনিধিকে নিয়ে একটি মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করা হয়। সেখানে বলা হয় ‘সনাতন ধর্মাবলম্বী মানুষদের হুমকি দিলেন উপজেলা চেয়ারম্যান।’
২. নোয়াখালীতে মারা যাওয়া এক ব্যক্তিকে পায়ের রগ কেটে পুকুর ফেলে দিয়েছেন বলে অপপ্রচার করা হয় ওই ফেসবুক পেজে।
৩. পূর্বের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পঞ্চগড় ও গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর পুড়ে যাওয়াকে সাম্প্রদায়িক হামলা বলে অপপ্রচার করা হয়।
৪. ‘চাঁদপুরের ফরিদগঞ্জে গভীর রাতে কয়েকটি পরিবারে অগ্নিসংযোগ ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামে বসবাসরত বীরেশ্বর কর্মকারের বাড়িতে রাত আনুমানিক ৩টার দিকে আগুন দেওয়া হয়েছে মনে হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের এই দেশে জন্মই যেন অভিশাপ।’ এসব বক্তব্য লিখে অভিযুক্ত তার ফেসবুক পেজে প্রচার করেন ও সাম্প্রদায়িক উস্কানি দেন।
৫. গত কয়েক দিনের চলমান অপ্রীতিকর ঘটনায় চাঁদপুর ও নোয়াখালীতে নারীদের ধর্ষণ করা হয়েছে বলেও অপপ্রচার করা হয়।
৬. রংপুরের ঘটনাকে ১৯৭১ সালের পুনরাবৃত্তি বলে তুলনা করা হয়।
৭. সহিংসতায় ক্ষয়ক্ষতি ও মৃত্যুর সংখ্যা নিয়ে উস্কানিমূলক ও ভুল তথ্য প্রদান করা হয়।
খুলনা গেজেট/ এস আই