খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কিশোরীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে ১৩ বছর বয়সী এক কিশোরীর গোসলের ভিডিও ধারন করে দুই লাখ টাকা চাঁদা দাবীর করায় অহিদ মোড়ল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক যুবককে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এদিন সকালে অহিদ মোড়লের নাম উল্লেখসহ ২জনকে অজ্ঞাতনামা আসামী করে পকিরহাট থানায় পর্ণগ্রাফী আইনে মামলা দায়ের করেন ওই কিশোরীর বাবা।

গ্রেপ্তার অহিদ মোড়ল (২৮) ফকিরহাট উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। সে বিভিন্ন বাড়িতে দিনমুজুরের কাজ করে।

পুলিশ জানায়, গেল ১৩ জানুয়ারি রাত ১টার দিকে প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে দরজার সামনে প্যাকেটে একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড পান ওই কিশোরীর বাবা। তিনি চিরকুটটি পড়ে দেখেন সেখানে লেখা আছে ‘মেমোরি কার্ডটি একজন মেয়েকে দেখাবেন। এছাড়া ১৮জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যে কোন স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ব্যাগের ভিতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে মেমোরি কার্ডে থাকা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। ‘ পরদিন ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন সেখানে তার মেয়ের গোসলের ছবি ও ভিডিও রয়েছে।

তিনি চিঠির কথামত ১৮জানুয়রি রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে লোকজন আশেপাশে পাহারা দিতে থাকেন কিশোরীর বাবা। কিছু সময় পর একটি লোক ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সবাই মিলে লোকটিকে আটক করে। পরে আমাদের খবর দিলে আমরা অহিদ মোড়লকে থানায় নিয়ে আসি।

গ্রেপ্তারকৃত আসামী অহিদ মোড়ল গোসলের ভিডিও কখন কিভাবে ধারন করেছে তা কিশোরী ও তার পরিবারের লোকজন জানেন না। ভিডিওটি গোপনে ধারন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, অহিদ মোড়লের বিরুদ্ধে পর্ণগ্রাফী আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!