কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে শনিবার সকালে ঈদগাহ মাঠে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে নজরুল ইসলাম নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু সংঘর্ষে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম