খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফসল কাটা নিয়ে চাঁপাই নাবাবগঞ্জ চোকা-কিরণগঞ্জ সিমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ বেশ কয়েকজন আহত; সমাধানের চেষ্টায় বিজিবি-বিএসএফ
  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

কিভাবে ফোনের বিরক্তিকর কল বন্ধ করবেন

গেজেট ডেস্ক

বিরক্তির আরেক নাম স্প্যাম কল। এ থেকে মুক্তি পেতে অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। তবে এছাড়াও ফোনের ভেতরে কয়েকটি অপশনের মাধ্যমে স্প্যাম কল বন্ধ করা যায়। চলুন জেনে নিই কীভাবে ফোন থেকে স্প্যাম কল বন্ধ করবেন –

বিল্ডইন উপায়

স্প্যাম কল থেকে মুক্তির জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ যেমন রয়েছে, তেমনই ফোনের বেশ কিছু অপশন রয়েছে। তারমধ্যে একটি অপশন হল কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচার অন্যতম।

ফরওয়ার্ডিং সার্ভিস চালু করুন

প্রথমে ফোনের সেটিংস অপশন ওপেন করুন। এরপর কল ফরওয়ার্ডিং অপশন খুঁজে বের করুন। কল ফরওয়ার্ডিং অপশনে আলাদা আলাদা তিনটি অপশন পাবেন। ওই তিনটি অপশন হল- অলওয়েজ ফরওয়ার্ড, ফরওয়ার্ড হোয়েন বিজি, ফরওয়ার্ড হোয়েন আন অ্যাটেন্ডেড। সেখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড অপশনটি সিলেক্ট করুন।

কল ব্যারিং ফিচার

কল ব্যারিং সার্ভিসের মাধ্যমেও স্প্যাম কল বন্ধ করা সম্ভব। প্রথমে ফোনের কল সেটিং অপশনটি ওপেন করুন। সেখান থেকে অল ইনকামিং কলস অপশনটি চালু করুন। ওই অপশনটি ওপেন করলেই পাসওয়ার্ড দিতে হবে। এরপর টার্নঅন করুন।

থার্ড পার্টি অ্যাপ

থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও এই কাজটি করা সম্ভব। সেক্ষেত্রে ট্রু কলার অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপটি নিজে থেকেই স্প্যাম কল ডিটেক্ট করতে পারে। এবং নিজে থেকেই তা ব্লক করে দেয়।

 

খুলনা গেজেট/কেএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!