খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩
পাল্টাপাল্টি কর্মসূচিতে জোরালো হচ্ছে সংঘাতের আশঙ্কা

কাল থেকে তৃণমূল পর্যায়ে মুখোমুখি হচ্ছে দুই দল, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলনকে সামনে রেখে শুরু হয়েছে রাজপথ দখলের লড়াই। বিএনপির প্রতিটি কর্মসূচির জবাবে একই দিন পালটা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ।

এককভাবে বিরোধীদলকে রাজপথে কোনো শোডাউনের সুযোগ দিতে নারাজ ক্ষমতাসীনরা। প্রধান দুদলের এমন পালটাপালটি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। বিশেষ করে কাল (১১ ফেব্রুয়ারি) তৃণমূল পর্যায়ে কর্মসূচি ঘিরে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ওইদিন ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। একই দিন শান্তি সমাবেশের নামে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তাব্যবস্থা।

যেখানে বিএনপি, সেখানে আওয়ামী লীগ-এ যেন বর্তমান রাজনীতিতে একরকম ‘স্থায়ী সংস্কৃতিতে’ পরিণত হয়েছে। বিগত কয়েক মাসের দুই দলের কর্মসূচি পর্যালোচনা করলে এমনটাই দেখা যায়। ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের দিন থেকেই পালটা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে আওয়ামী লীগ।

২৮, ৩০ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপি পদযাত্রা ঘোষণা করলে ওই দিনগুলোয়ও কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ। ৪ ফেব্রুয়ারি বিএনপি ঢাকাসহ দেশের ১০টি বিভাগীয় শহরে সমাবেশ ডাকলে আওয়ামী লীগও পালটা শান্তি সমাবেশ করে। সবশেষ বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির পদযাত্রার দিন শান্তিসমাবেশ ঘোষণা করে আওয়ামী লীগ। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানিতে সমবেদনা জানিয়ে বুধবার গভীর রাতে পদযাত্রা স্থগিত করে বিএনপি। আর সকালে একই কারণ দেখিয়ে শান্তি সমাবেশ স্থগিত করে আওয়ামী লীগ।

১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওইদিন ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বিএনপির এই কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ একই দিনে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। ওইদিন রাজধানীতেও সমাবেশ করতে পারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

এ লক্ষ্যে আজ যৌথ সভা ডেকেছে দলটি। রোববার ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৪০টিতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বেশির ভাগ ক্ষেত্রে নেতাদের নিজ জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। বড় দুই রাজনৈতিক দলের এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘাত ছড়াতে পারে-এমন আশঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে, সরকার ও বিরোধী দল সবার উচিত সংঘাত এড়িয়ে চলা। নির্বাচনের এখনো প্রায় এক বছর বাকি। এখনই রাজপথ দখল নিয়ে সংঘাত-সহিংসতায় জড়িয়ে পড়লে তা কারও জন্য মঙ্গলজনক হবে না। প্রতিটি দলের সংবিধান অনুযায়ী সভা-সমাবেশ করার মৌলিক অধিকার রয়েছে। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে রাজনৈতিক সংকট তৈরি করলে সাধারণ মানুষের আরও কষ্ট বাড়বে।

একই দিন রাজপথে দুদলের কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে সুজন সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার  বলেন, সভা-সমাবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠন করা মানুষের মৌলিক অধিকার। এতে বাধা দেওয়া সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। পালটাপালটি কর্মসূচি দিয়ে রাজপথ দখল বা শক্তি প্রদর্শনে সমস্যার সমাধান হবে না। সংকট উত্তরণের পথ বের করতে হবে। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। নাহলে এভাবে রাজপথ দখলের প্রতিযোগিতায় একসময় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, যা কারোরই কাম্য নয়।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক কর্মসূচির নামে সংঘাত-সহিংসতাময় বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের প্রধানতম উপায় হচ্ছে একে অপরের প্রতি গণতান্ত্রিক আচার-আচরণ দেখানো এবং পরমতসহিষ্ণুতা প্রদর্শন করা। একই সঙ্গে গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের প্রতিও প্রত্যেককে শ্রদ্ধাশীল থাকতে হবে।

সাম্প্রতিক সময়ে বিরোধী দল বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পালটাপালটি কর্মসূচিতে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত। যদিও এখন পর্যন্ত কোথাও কোনোরকম সহিংসতার ঘটনা ঘটেনি। তবে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সরকারবিরোধী পদযাত্রা কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, রাজধানী ঢাকা বা বিভাগীয় শহরগুলোয় সহিংসতার ঘটনা না ঘটলেও এখন ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের মতো দুই বড় রাজনৈতিক প্রতিপক্ষের এমন কর্মসূচিতে সাধারণ মানুষের মনে নানা আশঙ্কা দেখা দিয়েছে।

কারণ, বিভাগীয় ও জেলা সদরে দুই দলের কর্মসূচির স্থানের মধ্যে অনেক দূরত্ব থাকে। তাই সেখানে সংঘাতের আশঙ্কা থাকে কম। কিন্তু ইউনিয়ন পর্যায়ে দুই দলের কর্মসূচির মধ্যে দূরত্ব বেশি হবে না। তাই দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তাছাড়া ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে তা সামাল দেওয়াও সহজ হবে না। সব মিলিয়ে এ কর্মসূচিকে কেন্দ্র সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়  বলেন, আন্দোলন শুরু হওয়ার মহড়া চলছে। এতেই সরকারের ভিত নড়বড়ে হয়ে গেছে। এখন আমরা সারা দেশের ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি দিয়েছি। এই কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে মিশে যাওয়া হবে। আগে বিভাগীয় সমাবেশ করেছি, জনগণের কাছে গিয়েছি। ব্যাপক সাড়া পেয়েছি। জনগণকে সঙ্গে নিয়ে সৃষ্ট আন্দোলনেই এই সরকারের পতন ঘটনো হবে।

তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি, এটিই মূলত সরকার পতন আন্দোলনের রোডম্যাপ; যা ধাপে ধাপে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপিসহ সব রাজনৈতিক দল, সংগঠন ও জোট একই দিন পৃথকভাবে পালন করবে। জনশক্তির বিরুদ্ধে কোনো অপশক্তি থাকতে পারে না। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সাধারণ জনগণের উপস্থিতি তা প্রমাণ করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!