সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে তাকে কলীগঞ্জ উপজেলার নলতা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি মো: জাহাঙ্গীর উপজেলার ব্রজপাটনী গ্রামের আনসার আলী গাজির ছেলে।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, জাহাঙ্গীর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা এলাকার মাদক ব্যবসায়ি। দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
২০১৩ সালের আগস্ট মাসে জাহাঙ্গীর ১ হাজার ২২ বোতল ফেন্সিডিলসহ নড়াইল জেলা ডিবি পুলিশের কাছে গ্রেপ্তার হয়। এঘটনায় তার নামে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসা করতে থাকে।
এদিকে আদালত বিচার কার্যক্রম শেষে উক্ত মামলায় জাহাঙ্গীরকে যাবজ্জীবন সাজাসহ অর্থদন্ড প্রদান করেন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ কাকি দিয়ে ভারতসহ দেশে পালিয়ে বেড়াতে থাকে।
পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন নলতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড