খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

কালীগঞ্জে বিধিনিষেধ না মানায় জরিমানা

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিশেষ বিধিনিষেধ আরোপে নির্দিষ্ঠ সময়ে দোকান বন্ধ না করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের বিভিন্ন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা এ অভিযান পরিচালনা করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, ঝিনাইদহের ৬ পৌর এলাকায় করোনা সংক্রমণ রোধে শনিবার থেকে বিধিনিষেধ জারি করা হয়েছে। বিকেল ৫ টার পর সকল জরুরি সেবা ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা না মানায় শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মাস্ক পরিধান না করায় দুই মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। এ সময় তাদেরকে মাস্ক বিতরণ করা হয়।

তিনি আরো জানান, করোনা সংক্রমণ রোধ ও বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের, আল আমিন হোসেন প্রমূখ।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!