নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম হিরকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ ডিসেম্বর) সকাল ১০টায় নড়াইল-কালিয়া সড়কের বাঁশগ্রাম বাজারে ইউনিয়নবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামীলীগ নেতা এস এম আলমগীর হোসেন, চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরকের পিতা বেদ্ইুন সাত্তার, স্ত্রী রুনা লায়লা সহ প্রমুখ বক্তব্য রাথেন। বক্তারা বলেন, চাঁচুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরকের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক হত্যা চেষ্টা মামলার আসামী করা হয়েছে । কারন সিরাজুল ইসলাম হিরক গত ২৬ নভেম্বর সকালে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের জানাযা নামাযে উপস্থিত ছিলেন। তখন কে বা কারা চাঁচড়ী ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানকে কালিয়া-নড়াইল সড়কের আরাজি বাঁশগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুপিয়ে আহত করে। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে চাঁচুড়ী ইউনিয়নের বিভিন্ন বয়সী শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/এ হোসেন