সাতক্ষীরার কালিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় রহিমা খাতুন(৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের চালতেবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রহিমা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চালতেবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে কালিগঞ্জ বাসটার্মিনাল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা লাইন বাস চালতেবাড়িয়া মোড়ের আজগার আলীর দোকানের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান ক্ষেতে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় পথচারী রহিমা খাতুন মারাত্মক জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।