খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

কালিগঞ্জে খানবাহাদুর আহ্ছানউল্লার জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

সাতক্ষীরা প্রতিনিধি

আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লার ১৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার শনিবার (২৬ ডিসেম্বর) সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নলতা রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বাংলা একাডেমির সাবেক পরিচালক (নিউইয়র্ক) ড.গোলাম মঈনউদ্দিন রচিত ‘তোমার অসীমে প্রাণ-মন লয়ে’ মূল প্রবন্ধটি তার পক্ষে পাঠ করেন সেমিনারের সঞ্চালক ও খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর পরিচালক প্রভাষক মোঃ মনিরুল ইসলাম।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ’র উপর আলোচনা করেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এএফএম এনামুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.একরাম হোসেন এবং সাহিত্যিক ও রাজশাহী কবিকুঞ্জ এর সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ্জ মুনসুর আহমদ, দেবহাটা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ মোঃ মুজিবর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ এনামুল হক খোকন, নলতা রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আব্দুর রাজ্জাক, সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে ৩৬ তম চক্ষু চিকিৎসা শিবির তথা ডিসেম্বর মাস ব্যাপী মিশনের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্পের বিভিন্ন তথ্যাবলি উপস্থাপন করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা আলহাজ্জ মোঃ আবু সাঈদ শিক্ষক। শেষে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আলহাজ্জ মো.আবু সাঈদ জিহাদী রংপুরী।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!