খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

কালিগঞ্জের চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ( ১৬ অক্টোবর) চাম্পা/মাবি/সভাপতি/২০২৩-০০৬ নম্বর স্মারকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল স্বাক্ষরিত এক পত্রে প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে সাময়িকভাবে ববরখাস্ত করা হয়।

জানা গেছে, চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল হাকিম এর বিরুদ্ধে বিদ্যালয় পরিপন্থী বিভিন্ন কার্যাবলী (আর্থিক ও প্রশাসনিক), ন্যস্ত দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা বা ব্যর্থতা, অবাধ্যতা এবং ম্যানেজিং কমিটিকে চরমভাবে অবমাননার অভিযোগ উত্থাপিত হয়।

এসব অভিযোগের ভিত্তিতে ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা-২০০৯ এর ৪৬ ধারার ৬ উপধারা অনুযায়ী গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত সিদ্ধান্ত মোতাবেক ১৭ অক্টোবর থেকে প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে সাময়িক বরখাস্ত করা হয়। উক্ত তারিখ থেকে প্রবিধানমালা-২০০৯ ও চাকুরিবিধি অনুযায়ী তাকে বরখাস্তকালীন সময়ের জন্য শর্ত আরোপের পাশাপাশি বরখাস্ত আদেশ জারির তিনদিনের মধ্যে বিদ্যাপীঠের আয়-ব্যয়ের ক্যাশবহি, রেজুলেশন খাতা ও বিদ্যাপীঠ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত আবুল খায়েরের নিকট হস্তান্তরের নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রধান শিক্ষক আব্দুল হাকিম এর বরখাস্তের বিষয়টি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বরখাস্তের আদেশ বহাল থাকবে বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে।

বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আব্দুল হাকিম সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা গ্রামের মরহুম মহাতাপ আলীর ছেলে। তিনি বর্তমানে কালীগঞ্জের চাম্পাফুল গ্রামে বসবাস করেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল লতিফ মোড়ল প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!