খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

কালিগঞ্জের ইউপি চেয়ারম্যান সাফিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ইউপি সদস্য হুসাইন শেখ। কৃষ্ণনগর ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য মোঃ হুসাইন শেখ নিজে বাদি হয়ে সোমবার (১৯ ডিসেম্বর) কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা বরাবর এই লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা গেছে, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন সরকারি অর্থ আত্নসাতের উদ্দেশ্যে ২০২২-২৩ অর্থ বছরের টিআর ও কাবিখা’র বরাদ্দকৃত সকল কাজ এবং মাটির কাজের যে প্রকল্প গ্রহণ করেছেন সে ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুগত কয়েকজন ইউপি সদস্য ছাড়া অন্যদের জানানো হয়নি। এসব প্রকল্পের বিষয়ে তথ্য নিতে গেলে তার সাথে চরম অসৌজন্যমূলক ব্যবহার করেছেন চেয়ারম্যান সাফিয়া পারভীন।

লিখিত অভিযোগে ইউপি সদস্য মোঃ হুসাইন শেখ আরও জানান, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে বরাদ্দকৃত ৪৭০ টি কম্বল যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে চেয়ারম্যান তার অনুগতদের মাঝে বিতরণ করেছেন। এছাড়া তিনি ২০২৩-২৪ অর্থ বছরে ভিজিডি কার্ড দেওয়ার আশ্বাসে অসহায় দুস্থদের নিকট থেকে উৎকোচ নিয়েছেন। ইউনিয়ন পরিষদের আদায়কৃত ট্যাক্সের অর্থ চেয়ারম্যান তার ইচ্ছামতো ব্যবহার করেন। এই অর্থের হিসাব কাউকে জানানো হয় না। চেয়ারম্যান সাফিয়া পারভীনের এমন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা প্রতিবাদ করলে ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। পাশাপাশি চেয়ারম্যান তার পোষা সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত হুমকি-ধামকি প্রদর্শন করেন।
এবিষয়ে ইউপি সদস্য মোঃ হুসাইন শেখ জানান, ইউপি চেয়ারম্যানের এসব কর্মকান্ডের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে।

এসব অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের নিকট জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যথাযথ নিয়ম অনুসরণ করে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!