কালবৈশাখী ঝড়ের কারণে মাওয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।
বুধবার (২০ এপ্রিল) সকাল সাতটা সময় চারদিকে অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়। ফলে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ঘাট পারাপারের অপেক্ষায় থাকা কয়েকশ গাড়ি আটকে যায়।
মাওয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে কয়েকশ গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।