আবহাওয়াজনিত কারণে ফ্লাইট বাতিল হওয়ায় আজ রবিবার(১৩ মার্চ) বিকেলে নির্ধারিত সময়ে ঢাকায় আসছে না ইউক্রেনে রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। তবে পরিবর্তিত ফ্লাইটে বিকেলের পরিবর্তে রাতেই নিয়ে আসা হবে মরদেহ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কে ভারী তুষারপাতের কারণে হাদিসুরের মরদেহবাহী ইস্তাম্বুল থেকে ঢাকাগামী কার্গো ফ্লাইটটি বাতিল হয়। বাতিল হওয়া কার্গো ফ্লাইটের পরিবর্তে মরদেহ পরিবহনের জন্য তুরস্ক থেকে ঢাকাগামী যাত্রীবাহী ফ্লাইট বরাদ্ধ নেয়া হয়েছে, টার্কিশ এয়ারের জিরো সেভেন টু টু ফ্লাইটের সূচী অনুযায়ী রবিবার রাতেই আসছে হাদিসুর রহমানের মরদেহ।
হাদিসুর রহমানের মরদেহ শনিবার সকালে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছায়। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে রবিবার বিকালে বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল।
গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে বাংলার সমৃদ্ধি জাহাজটি। গত দোসরা মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট ও ইউক্রেন সময় ৫টা ২৫ মিনিটে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। নিহত হন হাদিসুর রহমান।
খুলনা গেজেট/ এস আই