খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

কারামুক্তির পরপরই গ্রেপ্তার পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশি

আন্তর্জাতিক ডেস্ক

কারাগার থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় গ্রেপ্তার হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও নারী নেত্রী মুসাররাত জামশেদ চিমা। গ্রেপ্তারের পর সাবেক মন্ত্রীকে কোথায় নেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ মে) রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুনরায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। খবর এএনআই।

গ্রেপ্তারের আগে কুরেশি সাংবাদিকদের বলেন, তিনি এখনো পিটিআইয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

কুরেশি এমন সময়ে পিটিআইয়ে থাকার কথা জানালেন যখন দলটি থেকে পদত্যাগের হিড়িক লেগেছে। পদত্যাগের খাতায় সর্বশেষ নাম লিখিয়েছেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি। তার পদত্যাগের ঘোষণা রাজনৈতিকভাবে চাপে থাকা ইমরান খানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।

ইসলামবাদ হাইকোর্ট থেকে মুক্তির আগে মঙ্গলবার (২৩ মে) কুরেশি একটি অঙ্গীকারপত্র জমা দিয়েছিলেন যে তিনি আন্দোলন সৃষ্টি করা ও কর্মীদের উস্কানি দেয়া থেকে বিরত থাকবেন।

উল্লেখ্য, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশিকে মুক্তি দিতে ১৮ মে নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আদালত জনশৃঙ্খলা আইনে তার গ্রেপ্তারের বিষয়টিকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছিলেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় দাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!