খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

কারাবন্দি হেফাজতনেতা মাওলানা ইকবালের মৃত্যু

গে‌জেট ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি ও খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেন (৫৫) কারাবন্দি অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বিকেলে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মোবিন আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে ইকবাল হোসেন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি।’

মোবিন আহমেদ ভূঁইয়া বলেন, গত ১১ মে ইকবাল হোসেনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এরপর সেখান থেকে তাঁকে গত ১৫ মে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। তাতেও শারীরিক অবস্থার উন্নতি না হলে ১৮ মে তাঁকে আগারগাঁওয়ের নিউরোসাইয়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকেও তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবশেষে আজ দুপুরে সেখানে তিনি মারা যান।’

গত ১১ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার জুরাইন রেলগেট বাজার মসজিদের সামনে থেকে ইকবাল হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরের দিন তাদের পুলিশের কাছে হস্তান্তর করে আদালতে পাঠানো হয়।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, গত ৩ এপ্রিল স্থানীয় জনতার হাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ রয়্যাল রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর রিসোর্টটিতে ভাঙচুরসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করে জনমনে ভীতি সঞ্চার করে হেফাজতকর্মীরা। এ সংক্রান্ত মোট চারটি মামলার আসামি ইকবাল হোসেন। গত ১২ এপ্রিল ইকবাল হোসেন সোনারগাঁ থানার দুই মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষ শাহ রফিকুল ইসলাম জানান, সোনারগাঁ থানার চারটি মামলার মধ্যে দুটি মামলার প্রধান আসামি ইকবাল হোসেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!