গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এ হলমার্কের জিএম তুষারের নারীসঙ্গের ঘটনায় ১৮ কর্মকর্তা-কর্মচারিকে দায়ি করা হয়েছে। একই সাথে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে কারা অধিদ্প্তরের তদন্ত কমিটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা সচিবের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেয় কারা অধিদপ্তর গঠিত কমিটি। এতে দায়ীদের বিরুদ্ধে বরখাস্তসহ ২৫টি সুপারিশ করা হয়েছে।
গত ৬ জানুয়ারি, কাশিমপুর কারাগার-১ এ নারী নিয়ে সময় কাটান হলমার্কের জিএম তুষার আহমেদ। আর তা কারাগারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এ নিয়ে তোলপাড় শুরু হলে কারা অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসক দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে।
এ ঘটনায় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ মৃধা, ডেপুটি জেলার গোলাম সাকলায়েনকে প্রত্যাহার করে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।