খুলনা, বাংলাদেশ | ৩০ আশ্বিন, ১৪৩১ | ১৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  একদিনে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১১০৮
  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩
  বুধবার থেকে ডিমের নতুন দাম কার্যকর হবে : ভোক্তা ডিজি
  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার : শ্রম উপদেষ্টা
  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ; পাশের হার ৭৭.৭৮

কাউন্সিলর‌ অনুসা‌রি‌দের মানববন্ধন পন্ড

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর‌দের স্বপদে বহাল করার দাবিতে আয়ো‌জিত মানববন্ধন পন্ড হ‌য়ে গে‌ছে। কেসিসির অপসারিত কাউন্সিলররা নেপথ্যে থেকে তাদের অনুসারীদের দিয়ে এই মানববন্ধনের আয়োজন করেছিলেন। কিন্তু শ্রমিক দলের নেতাকর্মীদের ধাওয়ায় তা পন্ড হয়ে যায়। এ সময় কয়েকজনকে মারধর করা হয়। পরে অপসারিত মেয়র ও কাউন্সিলরদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে শ্রমিক দলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দি‌কে ‌কে‌সি‌সি কাউন্সিলর‌দের অনুসা‌রিরা মানববন্ধ‌নের জন্য নগর ভব‌নের সাম‌নে জড়ো হ‌তে থা‌কে। কিছুক্ষণ পরেই শ্রমিক দলের নেতাকর্মীরা তা‌দের ধাওয়া দেয়। ধাওয়া খে‌য়ে অনুসা‌রিরা দিক‌বি‌দিক ছুট‌তে থা‌কে। এ সময় তাদের কয়েকজনকে মারপিট করা হয়। ধাওয়া ও মারপিটের ঘটনায় আশপা‌শের এলাকার মানু‌ষের মা‌ঝে আতংক ও রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজটের। প‌রে পু‌লিশ ও সাধারণ মানু‌ষের সহায়তায় যানবহন চলাচল স্বাভা‌বিক হয়।

কে‌সি‌সি সা‌বেক প্যানেল মেয়র-৩ এড. মে‌মোরি সু‌ফিয়া রহমান সুনু ব‌লেন, এক‌টি নাগ‌রিক সনদ নি‌তে সাধারণ মানু‌ষের ভোগা‌ন্তি হ‌চ্ছে। নাগ‌রিক সেবা ব‌ঞ্চিত হ‌য়ে নগরীর বি‌ভিন্ন ওয়া‌র্ডের সাধারণ জনতা, ছাত্র সমাজ এ মানববন্ধনের উদ্যোগ নি‌য়ে‌ছিল। মানববন্ধন‌টি নগরীর শিববা‌ড়ি মোড় ও নগরভব‌নের সামনে হওয়ার কথা ছিল। কিন্তু বাঁধার কারণে তা হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!