খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

কলা‌রোয়া পৌর নির্বাচ‌নে প্রকা‌শ্যে ভোট কেন্দ্র দখ‌লের হুম‌কি দেয়ার অ‌ভি‌যোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রকাশ্যে পোস্টার, লিফলেট ছিড়ে ফেলা ও প্রচার মাইক ভাংচুরসহ জীবননাশের হুমকি প্রদানের অভিযোগে উপজেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করেছেন কলারোয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আ’লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। মঙ্গলবার বিকালে তিনি কলারোয়া পৌর নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর এই অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৮ জানুয়ারি কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ অহম্মেদ স্বপনের নেতৃত্বে স্থানীয় পাবলিক ইনস্টিটিউট প্রাঙ্গণে পৌর নির্বাচন উপলক্ষ্যে আ’লীগ প্রার্থীর কর্মী সভার আয়োজন করা হয়। সভা থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা আমার নির্বাচনী প্রচার মাইক ভাংচুর ও নির্বাচনী কাজে নিয়োজিত নেতা-কর্মী, সমর্থকসহ আমার জীবন নাশের হুমকি প্রদান করে। এমন কি বিভিন্ন বক্তারা নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুলকে সামনে রেখে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থীসহ তার নেতা-কর্মীদের মারধর করে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিয়ে ভোট কেন্দ্র দখল করার হুমকি প্রদর্শন করে। এসময় বক্তারা প্রকাশ্যে ভোটকেন্দ্র দখলের জন্য কে কোন কেন্দ্র জবর দখলের দায়িত্ব নিবে সেটিও নির্দেশনা দেন।

সভায় উপস্থিত উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন তার বক্তৃতার মাধ্যমে পূর্বের বক্তাদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পৌর নির্বাচনে নয়টি কেন্দ্রে আমার মোবাইল প্রতীকসহ অন্য কোন প্রতীক থাকবে না মর্মে ঘোষণা দেন। গত দিনের অ’লীগের প্রার্থীর এই কর্মী সভায় বক্তাদের বক্তব্য শুনে কলারোয়া পৌরবাসী দারুণভাবে বিচলিত। সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি ও আতংক বিরাজ করছে।

এমতাবস্থায় আমরা শান্তিপ্রিয় মানুষ নির্বাচনী আচরণবিধি মেনে এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তিনি নিরপেক্ষ ভোট গ্রহণের দাবি জানান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!