সাতক্ষীরায় চাঁদাবাজী ও অপহরণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের বরখাস্তকৃত সাবেক সভাপতি আবু সাঈদকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশের সদস্যরা।
সোমবার বেলা ১১ টার দিকে কলারোয়া উপজেলার যুগিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা আবু সাঈদ সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের এস.এম গোলাম হোসেন ওরফে ছোট খোকার ছেলে।
এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক ইউছুফ হোসেন জানান, কলারোয়া থানার চাঁদাবাজী ও অপহরণ মামলার এজাহার নামীয় আসামী ও সংঘবদ্ধ অপরাধ চক্রের প্রধান আবু সাঈদ দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমাবার তাকে যুগিখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, বিগত ২০১৮ সালের ৫ আগষ্ট কলারোয়া উপজেলার পাইকপাড়া গ্রামের জনৈক আহম্মদ আলীর বাড়ির পিছন থেকে আজগর আলীর ছেলে ওসমান আলী দালালকে আবু সাঈদসহ কয়েকজন অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তারা তার কাছে এক লাখ টাকা চাাঁদা দাবী করে। এক পর্যায়ে ৩৫ হাজার টাকা চাঁদা গ্রহণ করে তারা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় অপহরণের শিকার ওসমান আলী দালালের বাবা আজগর আলী বাদী হয়ে অপহরণকারী আবু সাঈদসহ ৭ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি চাঁদাবাজী ও অপহরণ মামলা দায়ের করেন। এই মামলার পলাতক আসামী হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরার সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ আলী হায়দার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।