খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

রবিবার বাড়ীঘর-দোকানপাট উচ্ছেদ

কলারোয়ায় বেত্রবতী ব্রিজ নির্মাণে ভূমি অধিগ্রহন জঠিলতার নিরসন

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় দীর্ঘদিন পর ভূমি অধিগ্রহন জঠিলতার অবসান শেষে বেত্রবতী ব্রিজ নির্মাণ কাজের অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। জানা গেছে, সাতক্ষীরা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্যবস্থাপনায় গত বুধবার সকালে বেত্রবতী ব্রিজ সংলগ্ন জমি অধিগ্রহনে পার্শ্ববর্তীর জমির দখল সীমানা নির্ধারণ করেছেন। কলারোয়া পৌরসভাধীন ঝিকরা ও মুরারীকাটি মৌজার আওতায় ব্রিজের এপ্রোস সড়ক নির্মাণে সরকারিভাবে প্রায় ১ একর ১০ শতক জমি সিমানা পিলার দিয়ে অধিগ্রহন করেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের ভূমি অধিকরণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায়ের নেতৃত্বে ভূমিঅধিগ্রহনে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দীন, সার্ভেয়ার সোহেল হোসেন, ব্রিজ নির্মাণ ঠিকাদারী সংস্থা মোজাহার এন্টারপ্রাইজের
প্রতিনিধি রাশিদুল ইসলাম মিঠু সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা সহ ব্রিজ সংলগ্ন জমির স্বত্বাধিকারীগণ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

আগামী রবিবার (২৭আগষ্ট) ব্রিজ সংলগ্ন সরকারি অধিকরণকৃত জমিতে নির্মিত সকল বাড়িঘর ও দোকানপাট উচ্ছেদ করণে মাইকিং করে নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান।

উল্লেখ্য-কলারোয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত চলাচলে অযোগ্য ভঙ্গুর বেত্রবতী ব্রিজটি দীর্ঘদিন পর নির্মাণের জন্য জমির অধিগ্রহন জঠিলতা নিরসন শেষে নতুন করে ব্রিজ নির্মাণের যে অগ্রগতি হয়েছে এজন্য কলারোয়াবাসী সড়ক ও জনপথ অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!