সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল নৌকা প্রতীকে ১৩ হাজার ৪৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জগ প্রতীকের নার্গিস সুলতানা পেয়েছেন ১৬২৮ ভোট।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টায় নির্বাচনের রিটার্নিং অফিসার নাজমুল কবীর এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী মেয়র পদে বিএনপির শরিফুজ্জামান তুহিন (ধানের শীষ) পেয়েছেন ৫০৫ ভোট। এছাড়া সাজেদুর রহমান খান চৌধুরী ৯৩ ভোট ও গাজী আক্তারুল ইসলাম ৬ ভোট পেয়েছেন। এদের মধ্যে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা ও বিএনপি মনোনীত প্রার্থী শরিফুজ্জামান তুহিন ভোট শুরুর কয়েকঘণ্টার মধ্যে নজিরবিহীন ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এছাড়া সাজেদুর রহমান খান চৌধুরী ভোটের একদিন আগে ও গাজী আক্তারুল ইসলাম ভোটের এক সপ্তাহ আগে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।
এদিকে, কলারোয়া পৌর নির্বাচনে ১নং সংরক্ষিত মহিলা আসনে ফারহানা হোসেন, ২নং সংরক্ষিত মহিলা আসনে রানী বর্মন ও ৩নং সংরক্ষিত মহিলা আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী দিথী খাতুন কাউন্সিলর পদে জয়লাভ করেছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে শফিউল আলম শফি, ২নং ওয়ার্ডে তুহিন হোসেন, ৩নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ডে মেজবাহ উদ্দিন লিলু, ৫নং ওয়ার্ডে শেখ জামিল হোসেন, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ আলফাজ উদ্দিন, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ডে শেখ ইমাদুল ইসলাম ইমাদ ও ৯নং ওয়ার্ডে আকিমুদ্দিন দফাদার জয়লাভ করেছেন।