খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

কলারোয়ায় নির্বাচনী সহিংসতা, ইউপি সদস্যসহ আহত ৩

কলারোয়া প্রতিনিধি

কলারোয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থক ইউপি সদস্যসহ ৩ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ইউপি সদস্য ফারুক গাইন (৪৫) কে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপ্রতিপুর গ্রামের বটতলা মোড়ে।

আহত ইউপি সদস্য ফারুক গাইন জানান,  তিনি সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের কর্মীদের সাথে কলারোয়ায় বসে আলাপ আলোচনা করে বাড়ি ফিরছিলেন। এমন সময় ওই স্থানে পৌঁছালে গণপ্রতিপুর গ্রামের জনি ইসলাম, রনি ইসলাম, আব্দুল জলিল দলবদ্ধ হয়ে গাছি দা নিয়ে হামলা করে। এতে নৌকার সমর্থক ইউপি সদস্য ফারুক গাইন (৪৫) জখম হয়।

এসময়র তাকে ঠেকাতে গেলে নৌকার কর্মী রুস্তুম (৪০) ও কবির হোসেন (৩০) আহত হয়। এদেরর মধ্যে ইউপি সদস্য ফারুক গাইনকে গাছি দা দিয়ে কুপিয়ে পিটিয়ে জখম করা হয়। এঘটনায় কলারোয়া থানায় ৩ জনের নামে একটি এজাহার দেয়া হয়েছে।

থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। আহত ইউপি সদস্য আরো জানান, হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর লোকজন।  তারা নাকি এলাকায় নৌকার ভোট করতে দেয়া হবে না বলে হুমকি দিচ্ছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!