খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কলারোয়ায় তিন শতাধিক হাজ্বীদের মিলন মেলা

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ত্বহা হজ্ব কাফেলার আয়োজনে হাজ্বী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সৌজন্যে হাজ্বী সম্মেলনের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, অবঃ অধ্যক্ষ আবদুল মজিদ, প্রফেসর আবু বক্কর সিদ্দীক, শেখ তোজাম্মেল হোসেন মানিক, অবঃ জেলা রেজিস্ট্রার (অবঃ) শেখ আব্দুর রাজ্জাক, কাজী শামসুর রহমান, জাহিদুর রহমান খান চৌধুরী, কবি বখতিয়ার রহমান, আতাউর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা ফিরোজ আহম্মেদ আহমাদ আজাদী, হাফেজ জাকারিয়া, হাফেজ এমাম হুসাইন।

স্বাগত বক্তব্য দেন, জাতীয় মুফ্ফারসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী। হাজ্বীদের পক্ষ থেকে বক্তব্য দেন জয়নুদ্দীন মাষ্টার, আব্দুল করিম, মাওলানা ইব্রাহিম, মাওলানা মনিরুজ্জামান, শেখ আব্দুর রাজ্জাক, আশরাফ হোসেন, রবিউল আলম, মাওলানা আব্দুস সাত্তার, হাফিজুর রহমান, মাষ্টার মোস্তাফিজুর রহমান, আঃ রউফ বিশ্বাস, অবঃ প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, অধ্যাপক আতিয়ার রহমান, অধ্যক্ষ আঃ ওয়াহেদ দুদু, মাওলানা ইনামুল হাসান।

উপস্থিত ছিলেন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদিক জুলফিকার আলী, রাজু রায়হান, সেলিম খান। প্রায় ৩ শতাধিক হাজ্বীদের মিলন মেলায় পরিণত হয় কলারোয়া উপজেলা অডিটোরিয়াম।
হাজ্বীগণ, ত্বহা হজ্ব কাফেলার মুয়াল্লিম মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সাথে হজ্বে গিয়ে ভাল লাগার অনুভূতি ব্যক্ত করেন এবং নতুন হাজ্বীদেরকে আমন্ত্রণ জানান। মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী স্বাগত বক্তব্যে
বলেন, ওমরাহ হজ্জ এবং বড় হজ্জের সময় হাজ্বীদের মক্কা ও মদিনার নিকটে বাড়ী ভাড়ায় থাকার সুবিধাসহ দেশি খাওয়ার ব্যবস্থার সুবিধা আছে। বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখানোর ঘোষণা দেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুনছুর আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন-মুহাদ্দিস আমিরুল ইসলাম বিল্লালী।

 

খুলনা গে‌জেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!