সাতক্ষীরার কলারোয়ায় চাঞ্চল্যকর গোলাম কুদ্দুসকে পিটিয়ে হত্যা মামলার পলাতক দুই অসামী গ্রাম পুলিশ (চৌকিদার) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলদী সীমান্ত এলাকা থেকে কলারোয়া পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গ্রাম পুলিশ অশোক দাস(৪০)সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের ফকিরপড়ার চন্দ্র স্বর্ন দাসের পুত্র এবং দিলিপ দাস (৪০) একই গ্রামের মাধব দাসের পুত্র। তারা দু’জনেই চন্দনপুর ইউনিয়নের গ্রামপুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হিজলদী সীমান্তে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার নামীয় দুই পলাতক আসামী গ্রাম পুলিশ অশোক দাস ও দিলিপ দাসকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে তারা দু’জন পলাতক ছিল। স্থানীয় চোরাই ঘাটমালিকদের সহযোগিতায় তারা সীমান্তে পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানায় পুলিশ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, হত্যা মামলার পলাতক আসামী দুই গ্রাম পুলিশকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই পারিবারিক বিরোধের জেরধরে প্রতিপক্ষ ও দুই গ্রাম পুলিশ দ্বারা পিটুনির শিকার হন উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের গোলাম কুদ্দুস (৪৭)। পরে ২১ জুলাই সকালে তিনি মারা যান। তাকে হত্যার অভিযোগে তার স্ত্রী ফিরোজা কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ মামলার ১নং ও ২নং আসামি নিহতের প্রতিবেশি গৃহবধূ মৌসুমি খাতুন ও তার দেবর মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করেছিল।
খুলনা গেজেট/এআইএন