বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের উদ্ভাবিত গ্রীষ্মকালীন টমেটো চাষের উপর এক মাঠ দিবস বৃহস্পতিবার বেলা ১১ টার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাঁটরা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ।
প্রধান অতিথি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনা কাজ করছেন আর তারই ফলশ্রুতিতে আজ আমাদের কৃষকেরা অল্প জমি থেকে অধিক ফসল ফলাতে সক্ষম হয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেশের দক্ষিণের জেলা সাতক্ষীরা। এখানে লবণাক্ততার প্রভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানে আরো লবণাক্ততা বাড়ছে। তারপরেও আমাদের কৃষি গবেষকরা উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন টমেটো জাত উদ্ভাবন করে সাফল্য পেয়েছেন। এখানকার কৃষকেরা এই ফসল চাষ করে সাফল্যের মুখ দেখেছেন।’
কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাল সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহ, এক্সপার্ট পুলের সদস্য কৃষিবিদ হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ডাঃ শেখ মোহাম্মদ বখতিয়ার, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রমূখ।
বিশেষ অতিথি এড. মোস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, উন্নত জাতের টমেটো চাষে তালার নগরঘাটা ও কলারোয়ার বাঁটরা গ্রামসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কৃষকের মুখে হাসি দেখতে পাচ্ছি। বাংলাদেশ সরকার কৃষিতে বিপ্লব ঘটানোর লক্ষে কাজ করছেন তাই ভবিষ্যতে কৃষিতে আরও বিপ্লব আসবে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম