খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

কলারোয়ায় কৃষককে পিটিয়ে জখম

কলারোয়া প্রতিনিধি

বাগেরহাটের কলারোয়ায় ১৫টাকা কেজি চাউলের কার্ডের লিষ্ট থেকে নাম কেটে বাদ দেয়া নিয়ে বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে জখম ও তার বাড়ী ঘর ভাংচুর সহ ফলন্ত কুলগাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে-উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপ্রতিপুর গ্রামে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিল জানান-গত ১৭ডিসেম্বর রাতে গণপ্রতিপুর গ্রামের ফারুক হোসেন, রুস্তম হোসেন, কবির হোসেন, রইচউদ্দীন সহ ১০/১২জন দলবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে তার উপর এ হামলা চালায়।

তাদের হামলায় কৃষত আব্দুল জলিল (৫৫) ও তার ছেলে রনি হোসেন (২২) গুরুত্বর আহত হয়। বর্তমানের আহতরা বাড়ী ছাড়া অস্থায় দিনযাপন করছে। বাড়ীতে ফিরলে তাদেরকে মারধোর করা হবে বলে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন-বাড়ী ঘর ভাংচুর ও ফলন্ত কুল গাছ কেটে দিয়ে প্রায় ৪/৫লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।

তিনিসহ তার পরিবার বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ন্যায় বিচার পাওয়ার জন্য
সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!